Published : 01 Dec 2015, 06:11 PM
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় জেলা জজ শামীম আহাম্মদ এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের স্পেশাল পিপি মো. শরিফুল ইসলাম চৌধুরী দর্পন জানান।
সাজাপ্রাপ্তরা হলেন আমিন ওরফে আল আমিন (১৮) ও আজিম (২৫) বলে জানান আসামিপক্ষে আইনজীবী মোবারক হোসেন মোমেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, বেলাবো উপজেলার বীরবাগবের গ্রামের লাল মিয়ার মেয়ে আসমা বেগমকে (১৮) একই গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে আমিন ওরফে আল আমিন (১৮) ও রহিছ মিয়ার ছেলে আজিম (২৫) ২০১২ সালের ১৬ এপ্রিল রাতে নাটক দেখার কথা বলে বাড়ি থেকে ডেকে নেয়।
পার্শ্ববর্তী নুরু মিয়ার বাঁশঝাড়ের জঙ্গলে তাকে ধর্ষণ করে। তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ মাটিতে পুঁতে রাখে।
এ ঘটনার তিন দিন পর নিহত আসমার মামা আঙ্গুর মিয়া বেলাবো থানায় একটি হত্যা মামলা করেন।
২০১২ সালের ২২ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক মো. আজহার আল আমিন ও আজিমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। সাতজনের সাক্ষ্য গ্রহণের পর আদালত এ রায় প্রদান করল।