Published : 21 Feb 2016, 02:41 PM
রেববার দুপুরে উপজেলার চৌরাস্তা-বালিয়াতলী ফেরিঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কলাপাড়া থানার এসআই মো. শহিদুল ইসলাম।
নিহত আব্দুর রহিমের (২৮) বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়।
আহত বশির উদ্দিনকে (৩২) কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে চৌরাস্তা-বালিয়াতলী ফেরিঘাট সড়কে মালবাহী একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে মোটারসাইকেল চালক রহিম নিহত হন। আহত হন তার সঙ্গে থাকা আরেক আরোহী বশির।”
লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।