Published : 29 Mar 2016, 11:46 PM
আটক মোহাম্মদ জিহান (৩২) চেয়ারম্যান প্রার্থী ইউনুস চৌধুরীর গাড়িবহরের একটি প্রাইভেট কারের চালক বলে পেকুয়া থানার ওসি জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া জানান।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মগনামা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. কায়রুল এনামের সমর্থনে একটি মিছিল ফুলতলা থেকে কাজীপাড়ার দিকে যাচ্ছিল।
“এ সময় জাতীয় পার্টির প্রার্থী ইউনুসের গাড়িবহর মিছিল অনুসরণ করায় মিছিলকারীরা ফুলতলার কাছেই গাড়িবহরটি ঘিরে ফেলে। তবে জিহান ছাড়া অন্যরা পালিয়ে যায়।”
পরে নির্বাচনী দায়িত্বে থাকা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি জিপ ও একটি প্রাইভেট কার তল্লাশি করলে প্রাইভেট কারে একটি দেশি বন্দুক ও ২৫ রাউন্ড গুলি পাওয়া যায় বলে ওসি জানান।
এ ব্যাপারে ইউনুস চৌধুরীর সঙ্গে কথা বলতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।