Published : 25 Sep 2016, 03:13 PM
নিহত মমতাজ উদ্দীন মণ্ডল (৬০) ফুলদহ পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
ঘটনার পর থেকে মমতাজের ছেলে উমর আলী (২০) পলাতক রয়েছেন বলে ওসি রেজাউল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সকালে উমর নেশার করার জন্য মমতাজের কাছে টাকা দাবি করে। টাকা দিতে না পারায় উমর তাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।
স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে মমতাজের লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।