Published : 18 Dec 2017, 03:49 PM
সোমবার উপজেলার ধানকাঠি ইউনিয়নের আকালবরিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ডামুড্যা থানার ওসি মাহবুবুর রহমান চৌধুরী জানান।
আনুমানিক ২২ বছর বয়সী ওই তরুণীর পরনে বোরকা ও সালোয়ার-কামিজ রয়েছে।
ওসি বলেন, লাশের পাশে একটি কোমল পানীয়ের বোতল পাওয়া গেছে এবং ডান চোখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ওই বোতল দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।