Published : 06 Apr 2018, 02:46 PM
র্যাব ৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ আল মুরাদ জানান, শুক্রবার সকালে উপজেলার টগরইল মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন - রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামের শামসুজ্জামানের ছেলে মো. রবিন (২৬) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর বাররশিয়া গ্রামের বিশুর ছেলে মো. তসলিম (৫০)।
র্যাব কর্মকর্তা মুরাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা একটি পাজেরো জিপে চাঁপাইনবাবগঞ্জ থেকে নাচোল হয়ে রাজশাহী যাচ্ছিলেন। তাদের ঢাকায় যাওয়ার কথা ছিল। জিপটি চালাচ্ছিলেন রবিন।
“জিপ তল্লাশি করে তিন হাজার বোতল ফেন্সিডিল পাওয়া গেছে। রবিন ও তসলিম দুইজনই দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তবে পাজেরো জিপটির মালিক কে সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। এসব খোঁজখবর নেওয়া হচ্ছে।”
আইনি প্রক্রিয়ায় তাদের নিয়ামতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।