Published : 21 Jun 2018, 06:47 PM
উপজেলার আওনা ইউনিয়নের চর কুলপাল এলাকার যমুনা নদীর তীর থেকে বুধবার রাতে ওই তরুণীর (২৮) লাশ পাওয়া যায় বলে তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক জোয়াহের হোসেন খাঁন জানান।
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাত ১১টায় গলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সবুজ রঙের সালোয়ার-কামিজ পরা ওই তরুণীকে স্থানীয়রা শনাক্ত করতে পারেনি বলেও জানান ওসি।
এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।