Published : 13 Jul 2018, 05:21 PM
বঙ্গবন্ধু পূর্ব থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ তাৎক্ষণিকভাবে নিহত চালকের নাম-পরিচয় বলতে পারেনি।
ওসি মোশাররফ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস উপজেলার চরভাবলায় আসার পর বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক মারা যান।
এ ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হলে তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান।