Published : 16 Sep 2018, 01:20 AM
শনিবার রাত ১১টায় সাতপোয়া ইউনিয়ন পরিষদের পাশে চরছাতারিয়া এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসব চাল জব্দ করা হয় বলে সরিষাবাড়ির সহকারী ভূমি কমিশনার ফিরোজ আল মামুন জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, “চরছাতারিয়া এলাকায় খাদ্য অধিদপ্তরের চাল এক কালোবাজারির ঘরে মজুদের খবর পেয়ে অভিযান চালানো হয়।”
চালগুলো ১০ টাকা কেজির না কি ভিজিএফের তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। চালের বস্তাগুলো সরিষাবাড়ি থানা পুলিশের জিম্মায় রাখা হয়েছে।
অভিযানের আগেই চাল ব্যবসায়ী সামিউল পালিয়ে যান বলে ভূমি কর্মকর্তা ফিরোজ জানান।