Published : 27 Sep 2018, 10:19 AM
উপজেলার এলেঙ্গার ভূঞাপুর সংযোগ সড়কের কাছে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পূর্বথানার ওসি মো. মোশাররফ হোসেন জানান।
নিহত এইচ এম রাশেদুন্নবী জুয়েল (৩৫) রংপুর শহরের মুন্সীপাড়ার মোয়াজ্জেম হোসেন বাবলুর ছেলে এবং রংপুর জেলা যুবলীগের আহ্বায়ক ছিলেন।
আহতরা হলেন- পাজেরো জিপের চালক সঞ্জিত (৩৬) ও মালিক গোলাম রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক রব্বানী বিপ্লব(৪০)। তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মোশাররফ বলেন, রংপুর থেকে ঢাকার দিকে যাওয়ার পথে পাজেরো জিপটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাজেরো জিপের চালকসহ তিনজন আহত হন।
“তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।”