Published : 02 Nov 2018, 07:18 PM
র্যাব ১৩-এর গাইবান্ধা ক্যাম্পের কমান্ডার মো. আহসান হাবীব জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার বাগদা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বাসের সুপারভাইজার বগুড়ার ধর্মপুর নয়াপাড়া এলাকার শামীম আলমের ছেলে মো. পারভেজ (২২) ও গোবিন্দগঞ্জের দুধিয়া গ্রামের খয়বার আলীর ছেলে মো. আফাজ উদ্দিন (৩৮)।
র্যাব কর্মকর্তা হাবীব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে যাত্রীবাহী বাসে করে মাদকের চালান আনা-নেওয়া কথা স্বীকার করেছেন। তাদের বাসটি জব্দ করা হয়েছে।
তাদের থানায় পাঠানো হয়েছে বলে তিনি জানান।