Published : 15 Jul 2019, 10:46 AM
সোমবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার মূলঘর এলাকার খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.মাসুদ সরদার জানান।
নিহত কামালের বাড়ি খুলনার নুরনগর এলাকায়।
আহত শামীমের বাড়ি টুটপাড়া এলাকায়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
“এ সময় ট্রাকটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে উল্টে যায় এবং চালক ও তার সহকারী ভেতরে আটকা পড়েন।”
খরব পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে কামালকে মৃত অবস্থায় উদ্ধার করে বলে জানান মাসুদ জানান।