Published : 04 Oct 2019, 12:06 PM
আখাউড়া রেলওয়ে থানার এসআই মো. সেতাফুর রহমান জানান, সিলেট থেকে চট্টগ্রামে যাওয়ার পথে শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে আখাউড়া স্টেশনে ঢোকার মুখে ট্রেনটি দুর্ঘটনায় পড়ে।
এ দুর্ঘটনায় লাইন আটকে যাওয়ায় সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আখাউড়ার স্টেশন মাস্টার মো. খলিলুর রহমান বলেন, “সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেলপথ কয়েক ঘণ্টা বন্ধ থাকলেও শিডিউলে প্রভাব পড়েনি, কারণ ওই পথে বেলা ১টার আগে আর কোনো ট্রেন ছিল না।”