Published : 21 Feb 2020, 06:27 PM
শুক্রবার দুপুরে শিবালয় উপজেলার মুনাইল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত সবজির ব্যবসায়ী তমছের উদ্দিন (৫৫) বাড়ি উপজেলার শাকরাইল গ্রামে। করতেন।
শিবালয় থানার ওসি মো. মিজানুর রহমান জানান, শুক্রবার বেলা ১১টার দিকে মুনাইল গ্রামে রাস্তার পাশে একটি পরিত্যক্ত ভিটায় জোপঝাড়ে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
নিহতের ভাগ্নে হাসেম আলী জানান, তার মামা তমছের ঢাকার সাভারের আশুলিয়ায় সবজির ব্যবসা করতেন। গত বুধবার ভোরে আশুলিয়ায় যেতে গ্রামের বাড়ি থেকে বের হোন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।