Published : 11 Sep 2020, 04:06 PM
শুক্রবার সকালে গাজীপুর শহরের রথখোলা এলাকার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সদর থানার এসআই লিয়াকত হোসেন জানান।
নিহত সাবিনা আক্তার (২৮) শেরপুর জেলার ঝিনাইগাতি থানার বাঘভিটা গ্রামের আজিজুল হকের মেয়ে। তিনি রথখোলা এলাকার রাশেদুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।
শুক্রবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্বজনদের বরাতে এসআই বলেন, “প্রায় ছয় বছর আগে সাবিনার সঙ্গে একই এলাকার মো. স্বপনের বিয়ে হয়। সাবিনা, স্বপনের দ্বিতীয় স্ত্রী। দ্বিতীয় বিয়ের পর থেকেই পারিবারিক ও দাম্পত্য বিভিন্ন বিষয় নিয়ে স্বপন ও সাবিনার মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত।
“সম্প্রতি সাবিনা তার বড়বোন নাসিমা আক্তারের সঙ্গে রথখোলা এলাকায় রাশেদুল ইসলামের বাড়িতে থাকতেন। স্বপন মাঝে মধ্যে স্ত্রী সাবিনা ওই বাসায় আসত। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে স্বপন এবং সাবিনা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে স্বপন ওই বাসা থেকে বেরিয়ে যায়। পরে সাবিনাকে তার বোন ডাকতে গিয়ে ঘরের বিছানায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।”
তিনি বলেন, “নিহতের গলায় দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে,তাকে শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে।”
নিহতের বোন নাসিমা জানান, স্বপন পূর্ব বিরোধের কারণে সাবিনাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে।