Published : 06 Jul 2021, 04:16 PM
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তর ঝলম ইউনিয়নের ধিকচন্দা এলাকায় এ ঘটনা ঘটে বলে মনোহরগঞ্জ থানার ওসি মাহবুবুল কবির এ কথা জানান।
নিহত আবদুর রহিম (৪০) ধিকচন্দা গ্রামের জাহিদের ছেলে।
ওসি বলেন, পুকুরে মাটি কাটার বিরোধের জের ধরে আবদুর রহিমের সঙ্গে একই এলাকার সেরাজুলের ছেলে রহমত আলীর বিরোধ চলে আসছিল।
“সকালে দুজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে রহমত রহিমকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা রেহিমকে মৃত ঘোষণা করেন।“
পরে স্থানীয়রা রহমতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।