Published : 10 Jan 2024, 01:18 PM
হবিগঞ্জে তিন আলুর আড়তকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার সকালে শহরের চাষী বাজারে অভিযান চালালো হয় বলে জানান জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
তিনি বলেন, সরকার কর্তৃক নির্ধারিত দামে আলু বিক্রয় না করা, ক্রেতাদের রসিদ প্রদান না করা, মূল্য তালিকা আপডেট না করার কারণে তিন আলুর আড়তের মালিককে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, এর মধ্যে মেসার্স মদিনা বাণিজ্যালয়কে পাঁচ হাজার, মেসার্স একতা বাণিজ্যালয়কে পাঁচ হাজার ও মেসার্স শাহীন স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]