Published : 17 May 2024, 12:35 AM
গাজীপুরের শ্রীপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত বা ট্রেনের ইঞ্জিনের তেমন কোনো ক্ষতি হয়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় সোয়া ৭টার দিকে শ্রীপুর রেলস্টেশনে এই অগ্নিকাণ্ডে ট্রেন চলাচলেও কোনো ধরনের বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছেন স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান।
স্টেশন মাস্টার জানান, ঢাকা থেকে জামালপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫মিনিটে শ্রীপুর স্টেশনে ১ নম্বর লাইনে প্রবেশ করে যাত্রা বিরতি করে।
“কিছুক্ষণ পর গার্ড আমাকে অবগত করেন- ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে, আপনি ফায়ার সার্ভিসে খবর দেন। আমি তৎক্ষণাৎ শ্রীপুর ফায়ার সার্ভিসে ফোন করে সহযোগিতা চাই।”
তিনি আরও বলেন, “তারপর ঘটনাস্থলে অর্থাৎ ইঞ্জিনের কাছে গিয়ে আগুন ছড়িয়ে পড়ার আগেই আমাদের অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে ৫ মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়। তখন সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে আসতে না করি এবং ইঞ্জিন ভাল মত চেক করি।”
আগুনে ট্রেনের ইঞ্জিনের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে স্টেশন মাস্টার বলেন, “৩০ মিনিট পর ট্রেনটি যাত্রী নিয়ে জামালপুরের উদ্দেশ্যে শ্রীপুর স্টেশন ত্যাগ করেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ জানান, ট্রেনে আগুন লাগার খবরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা রওয়ানা হন। তবে তারা পৌঁছার আগেই স্টেশনের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।”
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি বলে জানান তিনি।