Published : 06 Sep 2024, 10:44 AM
খুলনায় দিঘলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ইউনিয়ন পরিষদের সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৯ জন।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় সন্ধ্যায় দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কোলা বাজারে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন দিঘলিয়া থানার ওসি মো. বাবুল আকতার।
নিহত ফারুক আলী মীর (৪০) পার্শ্ববর্তী তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। তার বাবা গাউস মীর একই ওয়ার্ড বিএনপির সভাপতি।
স্থানীয়দের বরাতে ওসি বাবুল বলেন, ওই এলাকায় মীর ও শিকদার বংশের লোকজনদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় কোলা বাজারে দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
একপর্যায়ে গুরুতর আহত হন ফারুক আলী মীর। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৮টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত আরও কয়েকজন একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা হলেন- নুরু মোল্লা (৪০), জসিম মীর (৪০), গাউছ মীর (৭০) ও ইলিয়াছ (৫০)। এদের মধ্যে নুরু মোল্লার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
ওসি বাবুল আরও বলেন, কোলা বাজারের একাংশ খুলনার তেরখাদার মধ্যে এবং একাংশ দিঘলিয়া থানার মধ্যে পড়েছে। সংঘর্ষের ঘটনাস্থল দিঘলিয়া থানার মধ্যে পড়ে। আর সংঘর্ষে জড়ানো উভয় পক্ষের বাড়ি তেরখাদা উপজেলায়।
ঘটনার পর এলাকাটিতে উত্তেজনা রয়েছে। সম্ভাব্য সংঘাত এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।