Published : 04 Feb 2025, 01:21 AM
যশোরের ঝিকরগাছায় সাবেক পুত্রবধূর স্বামীর বাড়িতে যাওয়া এক নারীকে মাথার চুল কেটে, মুখে কালি মাখিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
রোববার বিকালে উপজেলার বেনেয়ালি গ্রামে এ ঘটনার পর রাতে থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান।
গ্রেপ্তাররা হলেন, ওই গ্রামের কলাবাগান পাড়ার আবদুল হামিদের ছেলে শিমুল হোসেন, পদ্মপুকুর গ্রামের ইব্রাহীম খলিলের স্ত্রী শারমিন আক্তার রুমি, বেনেয়ালি গ্রামের মফিজুর ড্রাইভারের স্ত্রী রনি বেগম ও পদ্মপুকুর গ্রামের মুকুল বিশ্বাসের স্ত্রী রহিমা।
ভুক্তভোগী ওই নারী তার ছেলের সঙ্গে তালাক হওয়া পুত্রবধূকে দেখতে নতুন স্বামীর বাড়ি গিয়েছিলেন।
ভুক্তভোগীর অভিযোগ, সাবেক পুত্রবধূকে দেখতে গেলে তার বর্তমান স্বামী শিমুল হোসেনসহ ওই বাড়ির লোকজন তাকে বাড়ির খুঁটির সঙ্গে বেঁধে তার মাথার চুল কেটে মুখে কালি মাখিয়ে দেয়।
এ সময় তারা তাকে মারধর করে বলেও অভিযোগ করেন তিনি।
ওসি বাবলুর রহমান খান জানান, হামলার শিকার নারী রোববার রাতে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। পরে পুলিশ চার জনকে গ্রেপ্তার করেছে।