Published : 15 Feb 2024, 02:16 PM
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় বসেছেন এক শিক্ষার্থী।
বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান রুবাইয়াত আলমের বাবা।
রুবাইয়াত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, রাতে তার বাবা ইউপি সদস্য সফিউল আলম সুরুজ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যায়।
“বৃহস্পতিবার দুপুরে দাফনের সিদ্ধান্ত হলে মৃত্যু শোকে কাতর রুবাইয়াত আলমকে বাবার লাশ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নিতে হল।”
প্রধান শিক্ষক আবুল কালাম বলেন, বৃহস্পতিবার প্রথম দিনে উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সে।
তিনি বলেন, বিদ্যালয়ের মেধাবী ছাত্র রুবাইয়াত আলম। পরীক্ষার একদিন আগে বাবার মৃত্যুতে পুরো পরিবার মানসিক ভাবে ভেঙে পড়েছেন।
“তার এই কঠিন সময়ে আমরা সান্ত্বনা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সাহস যুগিয়েছি। সে নিজেকে সামলে প্রথম দিনে বাংলা পরীক্ষায় অংশ নিয়েছে।”
পরীক্ষায় রুবাইয়াত ভালো করবেন বলে আশা ব্যক্ত করেন প্রধান শিক্ষক।