Published : 10 Nov 2024, 09:36 PM
কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনের লেক থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকাল ৪টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের লেক থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান, চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভুঁইয়া।
মৃতের নাম-পরিচয় জানা না গেলেও তার বয়স ৭০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
ওসি মনজুর কাদের বলেন, বিকালে ওই উদ্যানের গহীনে হাতির ডেরা নামক এলাকায় লেকের পানিতে স্থানীয় রাখালেরা এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি বনবিভাগের লোকজনকে জানান।
বনবিভাগ বিষয়টি জানালে পুলিশ গিয়ে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে।
ওসি আরও বলেন, “মৃতের শরীরে চাপা আঘাতের চিহ্ন রয়েছে। শরীর ফুলে যাওয়ায় ২-৩ দিন আগে লোকটির মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। মৃতের পরনে পায়জামা ও পাঞ্জবি রয়েছে।“
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “এলাকাটিতে যেহেতু বন্যহাতির বিচরণ রয়েছে; এতে ধারণা করা হচ্ছে, হাতির আক্রমণে লোকটির মৃত্যু হয়েছে।“
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান মনজুর কাদের ভুঁইয়া।