Published : 26 Oct 2024, 01:02 PM
বিস্ফোরক ও হত্যা চেষ্টার দুই মামলায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে তিন দিনের হেফাজতে নেওয়া হয়েছে বলে শুক্রবার রাতে জানিয়েছেন নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম।
এর আগে শুক্রবার দুপুরে নবাবগঞ্জ উপজেলার কামারখোলা গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম হোসেনকে রাজধানীর মগবাজারের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি মুমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোয়াজ্জেমের নামে নবাবগঞ্জ থানায় বিস্ফোরক ও হত্যা চেষ্টার দুটি মামলা রয়েছে। এসব মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় গত ৩ ও ১৭ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানায় মামলা দুটি হয়েছে।
ওই মামলার প্রথমটির তদন্ত কর্মকর্তা সোহেল মোল্লা জানান, গ্রেপ্তারের পর শুক্রবার বিকালে সাতদিনের রিমান্ড চেয়ে মোয়াজ্জেমকে ঢাকার আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নবাবগঞ্জে দলটি ও তার অঙ্গসংঠনগুলোর কোনো জ্যেষ্ঠ নেতা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। কেন্দ্রীয় যুবলীগ নেতা মোয়াজ্জেমই প্রথম গ্রেপ্তার হলেন।
এছাড়াও এই একই মামলায় ২২ অক্টোবর রাতে নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের বিলপল্লীর চর খলসির নিজ বাসা থেকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর আলমকেও গ্রেপ্তার করেছিল পুলিশ।
আরও পড়ুন
হত্যা চেষ্টা মামলায় নবাবগঞ্জ যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার