Published : 30 Oct 2024, 09:43 PM
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুই বংশের পূর্ব বিরোধের জেরে প্রকাশ্যে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া বাজারে এ ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবীর জানান।
নিহতরা হলেন- উপজেলার ছাতারপাড়া বেগুনবাড়িয়া গ্রামের রমজান আলীর ছেলে হামিদুল ইসলাম (৪৮) এবং তার ছোট ভাই নজরুল ইসলাম (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেগুনবাড়িয়া গ্রামের গাইন বংশ এবং পিয়াদা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তার জেরে বিকালে পিয়াদা বংশের প্রধান গাদির নেতৃত্বে ইন্তা মলিথা ও সুমন পিয়াদাসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে ছাতারপাড়া বাজারে হামিদুল ও নজরুলের ওপর হামলা চালায়।
রক্তাক্ত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হামিদুল ও নজরুলকে মৃত ঘোষণা করেন। হামলায় গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি শেখ আওয়াল কবীর বলেন, আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদের জেরে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সংবাদ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান ওসি।
এ ব্যাপারে চেষ্টা করেও দুপক্ষের কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।