Published : 01 Dec 2024, 10:57 PM
অবৈধভাবে বালু তোলার দায়ে জেলার সীমান্তবর্তী ফেনী নদীতে অভিযান চালিয়ে মেশিন জব্দ-ধ্বংস ও এক যুবককে আটক করেছে নির্বাহী হাকিমের সমন্বয়ে বিজিবি ও টাস্কফোর্স।
রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ অভিযানে বালু তোলায় ব্যবহৃত ৩৭টি মেশিন জব্দ করা হয়। এর মধ্যে চারটি মেশিন ও বালু তোলার বেশকিছু সমঞ্জাম ধ্বংস করা হয়েছে।
টাস্কফোর্সের অভিযানে বাধা দেওয়ার অভিযোগে এক যুবককে আটকও করা হয় বলে জানিয়েছেন বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
আটক মো. শাহাদাত হোসেন (৩৫) চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট এলাকার মো. ছুট্ট মিয়ার ছেলে।
বিজিবি জানায়, ছাগলনাইয়া উপজেলার সোনাপুর এলাকায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে একটি টাস্কফোর্স অভিযান চালায়।
অভিযানে জব্দ মেশিনগুলোর মধ্যে ৩৩টি মেশিন ছাগলনাইয়ার ইউটএনওর হেফাজতে দেওয়া হয়েছে।
চারটি মেশিন ও বালু তোলার সমঞ্জাম টাস্কফোর্স দল ঘটনাস্থলেই ধ্বংস করে।
অভিযানে বাধা দেওয়ায় একজনকে আটকও করা হয়।
অভিযানে ছাগলনাইয়ার ইউএনও সুভল চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ, ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়রের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার (সহকারী পরিচালক) মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, ছাগলনাইয়া থানার এসআই নাজমুল ছাড়াও পুলিশের একটি দল ও বিজিবি সদস্যরা অংশ নেন।
এ ছাড়া অভিযানে সেনাবাহিনীর একটি দল দারোগারহাট এলাকায় রিজার্ভ হিসেবে অবস্থান করছিল।
বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক মোশারফ হোসেন আরও বলেন, “আটক মো. শাহাদাত হোসেনকে জোরারগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
সীমান্তের নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধসহ ওই এলাকার নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।