Published : 20 Jun 2025, 04:13 PM
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় একটি বাস উল্টে রাস্তার পাশের খাদে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন চার যাত্রী।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের সোনামুখী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কাজিপুর থানার ওসি নুরে আলম।
নিহত আয়নাল হক (৫৮) উপজেলার পাচগাছি গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি চালের ব্যবসায়ী ছিলেন।
আহত হয়েছেন, আয়নাল হকের ছেলের বউ মিম খাতুন (২৭), তার ১০ বছর বয়সী এক সন্তান ও গাছাবাড়ি গ্রামের হাসি খাতুন (৪৮)। আহত অপরজনের পরিচয় জানা যায়নি।
ওসি নুরে আলম বলেন, জেনিন পরিবহনের বাসটি কয়েকজন যাত্রী নিয়ে কাজিপুর উপজেলা থেকে ঢাকার কোনাবাড়ি যাচ্ছিল। বাসটি ঘটনাস্থলে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই আয়নাল হকের মৃত্যু হয়। গুরুতর আহত হন চার যাত্রী স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
ওসি আরও বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে খাদে পড়া বাসটি উদ্ধারের কোনো যন্ত্র আমাদের কাছে না থাকায় বিষয়টি ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে।”
এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।