Published : 09 May 2025, 12:07 PM
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় তাকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাঈনুদ্দিন কাদিরের আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আইভীকে৷
পরিদর্শক কাইউম খান বলেন, “তার বিরুদ্ধে কোনো রিমাণ্ড আবেদন করেনি পুলিশ৷ জামিনও চাওয়া হয়নি৷ তাকে আদালতে তোলা হলে আদালত হত্যা মামলাটিতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷”
এর আগে আইভীকে গ্রেপ্তারের জন্য বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তার পৈতৃক বাড়ি ‘চুনকা কুটিরে’ যায় সদর মডেল থানা পুলিশের একটি দল।
পুলিশের এ অভিযানের খবরে তখনই সড়কে নেমে আসেন স্থানীয় কয়েক হাজার মানুষ।
তারা ‘রাতের আঁধারে’ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যেতে দেবেন না বলে স্লোগান দিতে থাকেন।
রাতভর অপেক্ষার পর সকাল পৌনে ৬টার দিকে শহরের দেওভোগের বাসা থেকে বেরিয়ে পুলিশের গাড়িতে ওঠেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনবারের নির্বাচিত মেয়র।
পরে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়ার সময়ও হাজারো নারী-পুরুষ তার পক্ষে স্লোগান দেন। রাতভর তারা বাড়ির সামনেই ছিলেন।
পুরানো খবর
তাহলে সৎ রাজনীতি আর সততার কী মূল্যায়ন: গ্রেপ্তারের আগে আইভী
আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ
রাতভর অপেক্ষা করিয়ে সকালে পুলিশের গাড়িতে উঠলেন আইভী