Published : 25 Jul 2024, 01:32 PM
বরিশালের হিজলায় ইউনিয়ন পর্যায়ের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত ৩২ বছর বয়সী সুফিয়ান সরদার উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামের মো. জামাল সরদারের ছেলে এবং ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন।
বুধবার রাতে উপজেলার চর দুর্গাপুর এলাকায় তিনি আক্রান্ত হন বলে হিজলা থানার ওসি জুবাইর আহম্মেদ জানান।
সুফিয়ান বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথের অনুসারী বলে জানা গেছে। তাকে হত্যার এ ঘটনায় এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছে বলে পুলিশ জানালেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
সুফিয়ানের মামা মেমানিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নোমান সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেঘনা নদীর তীরবর্তী এলাকায় মাছ ঘাটসহ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সঙ্গে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মাইনুল ও ওহাব আলী গোলদারের বিরোধ চলছে।
“তবে সুফিয়ানের কারণে প্রতিপক্ষের লোকজন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারছিল না। এ কারণে তারা তার ওপর ক্ষিপ্ত ছিল।”
নোমান বলছেন, “বুধবার রাত ১০টার দিকে সুফিয়ান তার দুই বন্ধুকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে মাইনুলের বাড়ির সামনে প্রতিপক্ষের লোকজন হামলা করলে সুফিয়ানকে ফেলে তার দুই বন্ধু পালিয়ে যায়। এ সময় মাইনুল, ওহাব আলী, তার ছেলে সাইদ, প্রতিপক্ষ কবির, আমির, কাওসারসহ কয়েকজন আমার ভাতিজাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
“তাকে উদ্ধার করে প্রথমে হিজলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালের উদ্দেশ্যে রওনা দিলে পথে সুফিয়ানের মৃত্যু হয়।”
ওসি জুবাইর বলেন, “এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। তবে এর মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর।”
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, সুফিয়ানের বাবার দায়ের করা মামলায় একজনকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য পঙ্কজ বলেন, “সুফিয়ান আমার অনুসারী ছিলেন। তবে কোনো রাজনৈতিক কারণে তাকে হত্যা করা হয়নি।”