Published : 30 May 2025, 03:50 PM
মৌলভীবাজারের জুড়ি ও কমলগঞ্জ উপজেলার তিন সীমান্ত এলাকা দিয়ে ২৯ বাংলাদেশিকে ‘পুশইন’ করেছে বিএসএফ।
শুক্রবার ভোরে জুড়ি সীমান্তে ১০ জন ও কমলগঞ্জ সীমান্ত থেকে ১৯ জনকে আটকের পর স্থানীয় থানায় হস্তান্তর করেছে বিজিবি।
শ্রীমঙ্গলের ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, শুক্রবার ভোরে বৃষ্টির মধ্যে কমলগঞ্জ উপজেলার বাগিছড়া সীমান্ত দিয়ে পাঁচজন এবং চাম্পারায় সীমান্ত দিয়ে ১৪ জনকে ‘পুশইন’ করে বিএসএফ। পরে বিজিবির টহল দল তাদের আটক করেন।
আটকদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তাদের অনেকের বাড়ি কুড়িগ্রাম জেলায়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে জুড়ি উপজেলার রাজকি সীমান্ত দিয়ে ‘পুশইন’ করা ১০ জনকে আটক করেছে বিজিবি।
বিজিবির রাজকি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবুল হাশেম বলেন, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সময়ে বিএসএফ ১০ জনকে বাংলাদেশে ‘পুশইন’ করে।
পরে সীমান্ত এলাকা থেকে বিজিবির টহল দল তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যান। আটক ১০ জনের মধ্যে চারজন পুরুষ, দুই নারী ও চারজন শিশু রয়েছে।
জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তাদের বাড়ি কুড়িগ্রামে। বিএসএফ ভোরের দিকে তাদের ঠেলে পাঠিয়েছে। তারা জীবিকার সন্ধানে কয়েক বছর আগে ভারত যান। সেখানে হরিয়ানা রাজ্যে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তারা।
বিজিবি জানায়, ৯ মে দেশটির পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। এ সময় তাদের মোবাইল ও পরিচয়পত্র জব্দ করা হয়। আটক ক্ষুধার্ত ছিলেন। ক্যাম্পে আনার পর তাদের খবার সরবরাহ করা হয়েছে।
পরে তাদের জুড়ি থানায় হস্তান্তর করা হয় বলে জানান বিজিবি কর্মকর্তা আবুল হাশেম।
এর আগে ১৫ মে জেলার বড়লেখা ও কুলাউড়া সীমান্ত দিয়ে ৩০ জনকে ঠেলে বাংলাদেশে পাঠায় বিএসএফ। পরে ২৫ মে বড়লেখা উপজেলার লাতু ও পাল্লার তল সীমান্ত দিয়ে ১২১ জন এবং পরদিন কমলগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২১ জনকে ‘পুশইন’ করে ভারত।