দ্বাদশ সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন জেলার কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। শনিবার দুপুর থেকে ব্যালট পেপার ছাড়া ভোটগ্রহণের সব প্রযোজনীয় সরঞ্জামাদি পাঠানো হয়েছে। স্ব স্ব উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তার কাছে মালামাল বুঝে নেন প্রিজাইডিং কর্মকর্তারা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় ভোটের সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। দুর্গম এলাকা বাদে বাকি কেন্দ্রগুলোতে রোববার ভোরে ব্যালট পেপার পাঠানো হবে। এ দিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে শনিবার দুর্গম ১২৬টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম ও ব্যালট পেপার বিতরণ শুরু হয়েছে।