Published : 02 Dec 2022, 10:10 AM
কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাডমিন্টন খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে কয়েক কিশোর এলোপাতাড়ি ছুরিকাঘাতে এক কলেজ শিক্ষার্থীকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার ওসি শুভরঞ্জন চাকমা।
নিহত মো. পাভেল হোসেন উপজেলার গুণবতী ইউনিয়নের ফুলেরনাউরি গ্রামের নুরুল ইসলামের ছেলে ও ধোপাখিলা গ্রামের আবদুল হালিম ভূঁইয়ার নাতি। ১৯ বছরের পাভেল ফেনী মহিপাল সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে ওসি শুভরঞ্জন জানান, বৃহস্পতিবার ধোপাখিলা গ্রামের নানার বাড়িতে বেড়াতে যান পাভেল। এদিন সন্ধ্যার পর গ্রামের কয়েকজন তরুণের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে যান তিনি।
রাত ৯টার দিকে অন্তত ৮ কিশোর নিজেরা ব্যাডমিন্টন খেলবে জানিয়ে পাভেল ও তার সঙ্গীদের খেলার মাঠ থেকে উঠে যেতে বলে। কিন্তু তারা উঠে যেতে রাজি হয়নি। এনিয়ে ওই কিশোরদের সঙ্গে পাভেল ও তার সঙ্গীদের বাগবিতণ্ডা হয়।
এক পর্যায়ে ওই কিশোররা পকেট ও কোমর থেকে ছুরি বের করে পাভেলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারপিট করতে থাকে। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে খেলার মাঠে রেখে পালিয়ে যায় কিশোররা।
ঘটনার সময় পাভেলকে বাঁচাতে গিয়ে আরো জন ৪ আহত হয়েছেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন।
অপর আহতদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি শুভরঞ্জন চাকমা বলেন, “ঘটনায় জড়িতরা সকলেই স্থানীয় কিশোর বলে জানতে পেরেছি। ঘটনার পরপরই তারা এলাকা থেকে পালিয়ে গেছে। আমরা তাদের পরিচয় শনাক্ত করে আটকের চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।