Published : 22 Nov 2023, 01:23 PM
জয়পুরহাটের কালাই উপজেলায় ‘ছেলের কুড়ালের আঘাতে’ আহত বাবার মৃত্যু হয়েছে।
বুধবার কালাই থানার ওসি ওয়াসিম আল বারী বলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুল আলীম (৪২) উপজেলার উদয়পুর ইউনিয়নের আনিপুকুর গ্রামে গ্রামের বাসিন্দা। তার ছেলে রিজভী আহমেদ (১৯)। তিনি পলাতক রয়েছে৷
প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে ওসি ওয়াসিম আল বারী বলেন, “বাবা আব্দুল আলীমের অমতে বিয়ে করে ছেলে রেজভী অন্য জায়গায় থাকতেন। হঠাৎ গত সোমবার নিজ বাড়িতে স্ত্রীকে নিয়ে উঠলে ছেলের সঙ্গে বাবার কথা কাটাকাটি এবং বাকবিতণ্ডা শুরু হয়।
“এক পর্যায়ে রাতের কোনো এক সময় বাড়িতে থাকা কুড়াল দিয়ে বাবার বুকে এলোপাতাড়ি কোপাতে থাকে রিজভী।”
তিনি আরও বলেন, এ সময় আলীমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে রিজভী পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত আলীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল হস্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।
এ ঘটনায় কালাই থানায় হত্যা মামলার প্রস্তুতি এবং রিজভীকে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।