Published : 21 Apr 2025, 04:45 PM
গাজীপুরের টঙ্গীতে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী রেলওয়ে কলোনি এলাকায় এ ঘটনা ঘটে বলে গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান।
নিহত মো. সিজন মিয়া (২৫) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কান্দিরপাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া রেলওয়ে কলোনি এলাকায় বসবাস করতেন।
স্থানীয়রা জানায়, সিজন কলোনি এলাকার একটি পুরোনো মালামাল বেচাকেনার দোকানে কাজ করতেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে এলাকার একটি দোকানে বসে চা পান করছিলেন। তখন স্থানীয় দুই যুবক ওই দোকানে ঢুকেন। সিজনকে ডেকে বাইরে নিয়ে এসে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে সেখান প্রাথমিক দেওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। তবে স্বজনরা তাকে ঢাকা উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, “যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।”