Published : 05 Feb 2025, 08:07 PM
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বড়াল নদীতে ডুবে যাওয়া নৌকা উদ্ধারে নেমে যুবক নিখোঁজ হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার চিথুলিয়া গ্রামের সামনে নদীর রাউতারা স্লুইচ গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে আব্দুল আলীম নামে এক প্রত্যক্ষদর্শী জানান।
নিখোঁজ আব্দুল মজিদ (৩৮) পোতাজিয়া ইউনিয়নের নুকালী গ্রামের প্রয়াত হানিফ আলীর ছেলে। তিনি পেশায় মৎস্যজীবী।
তার নিখোঁজ হওয়ার খবরে স্থানীয়রা নদীতীরে জড়ো হন, স্বজনরা গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
স্থানীয় আব্দুল আলীম বলেন, দুই দিন আগে ইট ভাটার মাটিবাহী একটি নৌকা বড়াল নদীর রাউতারা স্লুইচ গেইট এলাকায় ডুবে যায়। মৎস্যজীবী আব্দুল মজিদ ৫ হাজার টাকা চুক্তিতে ডুবে যাওয়া নৌকা উদ্ধারে এর মালিকের সঙ্গে চুক্তি করেন।
বুধবার দুপুরে মজিদ নৌকাটি উদ্ধারে নদীতে নামেন। পরপর দুইবার ডুব দিয়ে ওই নৌকার সঙ্গে দুইটি রশি বাঁধেন।
প্রত্যক্ষদর্শী আব্দুল আলীম বলেন, তৃতীয় রশিটি বাঁধার জন্য আবারও নদীতে ডুব দিয়ে মজিদকে পানির ওপর আর ভেসে উঠতে দেখা যায়নি।
এরপর তাকে উদ্ধারে নৌ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিসের টিম লিডার শাহাদত হোসেন বলেন, ঘটনাস্থলে খোঁজাখুঁজি করেও সন্ধ্যা ৬টা পর্যন্ত মজিদের সন্ধান মেলেনি। তাকে উদ্ধারে রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।