Published : 01 Sep 2024, 06:45 PM
চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মারামারিতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
রোববার দুপুরে এ ঘটনা ঘটে বলে ইনস্টিটিউটের ইনচার্জ জয়নব বেগম জানান।
এর মধ্যে সাতজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিসে ভর্তি করা হয়।
তারা হলেন- উজ্জ্বল (২২), সায়মা (২২), মেঘ (২২), আসমা (২১), জমা (২০), আফরোজা (২৩), বৈশাখী (২১)।
তবে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আসিবুল হাসিব বলেন, “আমরা নয় জনকে চিকিৎসা দিয়েছি।”
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, গত ২১ অগাস্ট ইনস্টিটিউটের অভ্যন্তরীণ সমস্যার বিষয়ে ১৩ দফা দাবি নিয়ে প্রতিষ্ঠান প্রধান বরাবর স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু তা পূরণ না হওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ‘সিনিয়ার-জুনিয়র’ দ্বন্দ্ব তৈরি হয়।
এ নিয়ে রোববার সকাল থেকে দুপক্ষের মধ্যে উত্তেজনার মধ্যে হাতাহাতির এক পর্যায়ে মারামারি বাঁধে।
নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ জয়নব বেগম বলেন, “যে দাবি নিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে তা নিরসনে আমরা বসেছি। আশা করি, সমাধান হয়ে যাবে।”