Published : 09 Dec 2024, 08:47 PM
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত এক বিএনপি কর্মী মারা গেছেন। এ খবর এলাকায় ছড়ালে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ঘটনার দুই দিন পর সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান শৈলকুপা থানার ওসি মাসুদ খান।
এর আগে শনিবার উপজেলার দীঘল গ্রামে সংঘর্ষে ঘটনায় ওই ব্যক্তিসহ অন্তত সাতজন আহত হয় বলে জানায় পুলিশ।
নিহত বাদশা মোল্লা (৪৪) ওই গ্রামের রাহেন মোল্লার ছেলে এবং বিএনপি কর্মী।
ওসি মাসুদ খান জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের মোক্তার মোল্লার সমর্থকদের সঙ্গে মাহাতাব মোল্লার সমর্থকদের বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ান। এতে মোক্তার মোল্লার সমর্থক বাদশা মোল্লা গুরুতর আহত হন।
তাকে উদ্ধার প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর সকালে বাদশা মোল্লার মৃত্যু হয়।
পুলিশ জানায়, বাদশা মোল্লার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে; পরিস্থিতি এখন শান্ত আছে বলে জানান ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মহিদুর রহমান।