Published : 13 Oct 2023, 10:43 PM
নাটোরে সিংড়া উপজেলায় ইজিবাইক চুরির মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে পাবনা সদর ও চাটমোহরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পাবনার আতাইকুলার নন্দনপুর পশ্চিমপাড়া এলাকার মো. হৃদয় খান (২১), সদর উপজেলার গয়েশপুর হাজানপাড়া এলাকার মো. সাইফুল ইসলাম (৩৮) এবং চাটমোহর উপজেলার দুবলাপাড়া এলাকার মো. আতিকুল ইসলাম (৩০)।
শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, সিংড়ার শেরকোল রাণীনগরের আরিফুল ইসলাম বুধবার রাতে ইজিবাইকটি বাড়ির উঠানে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। মাঝরাতে ঘর থেকে বের হতে গিয়ে দেখেন দরজা বাইরে থেকে তালা লাগানো।
তখন জানালা খুলে দেখেন তার ইজিবাইকটি উঠানে নেই। এরপর তার চিৎকারে আশপাশের লোকজনও এসে খোঁজাখুজি করেন। কিন্তু ইজিবাইকটি আর পাওয়া যায়নি। পরে আরিফুল মামলা করেন।
পুলিশ সুপার বলেন, ইজিবাইকটির বাজার মূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা। গ্রেপ্তারকৃতদের মধ্যে আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের মূলহোতাও রয়েছে।