Published : 25 Jun 2025, 02:10 PM
নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল সড়কে চারটি ট্রাকের সংঘর্ষ হয়; এতে প্রায় চার ঘণ্টার যানজটে পড়তে হয়েছে ওই পথে চলাচল করা গাড়ি ও যাত্রীদের।
বুধবার ভোর ৫টার দিকে গুরুদাসপুরের নয়াবাজারের আড়মাড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটার তথ্য দিয়েছেন বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন।
এতে যানবাহনের ক্ষতি ও ট্রাকে থাকা বিপুল পরিমাণ আম নষ্ট হয়েছে। এছাড়া একজন ট্রাক চালক সামান্য আহত হয়েছেন।
নয়াবাজারের সিধুলী এলাকার বাসিন্দা মিলন শাহ বলেন, ভোর ৫টার দিকে চারটি ট্রাকের সংঘর্ষ হয়। এরপর থেকেই বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরের কাছিকাটা থেকে বড়াইগ্রামের মানিকপুর পর্যন্ত প্রায় ১৫ থেকে ১৬ কিলোমিটারের যানজট সৃষ্টি হয়।
সকাল সাড়ে ৯টা থেকে যান চলাচল আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে।
বড়াইগ্রামের তরমুজ এলাকার বাসিন্দা শাহাদত হোসেন বেলা ১১ টার দিকে বলেন, “এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। রাস্তার দুই লেনেই গাড়ি চলছে।”
বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, “নাটোর থেকে ঢাকামুখি একটি আমবাহী ট্রাকের সঙ্গে ঢাকা থেকে আসা মাল বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়।
তখন পেছন থেকে আরও একটি ট্রাক এসে আমের ট্রাকটিকে ধাক্কা দেয়।
তবে স্থানীয়রা বলছেন, সেখানে মোট চারটি ট্রাকের সংঘর্ষ হয়েছে।
একটি ট্রাকের চালক সমান্য আহত, যানবাহন ও আমের ক্ষতি হয়েছে।
ওসি ইসমাইল হোসেন বলেন, “আধাঘণ্টার মধ্যেই আমরা রাস্তা পরিষ্কার করতে শুরু করি।”