Published : 09 Aug 2024, 12:36 AM
বিপুল টাকা, ডলার ও সোনার অলঙ্কারসহ বরিশাল নগরীতে শিক্ষার্থীরা গণপূর্ত অধিদপ্তরের এক প্রকৌশলীকে আটক করেছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর সিঅ্যান্ডবি রোড হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে ওই প্রকৌশলীকে আটক করা হয় বলে কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান।
আটক মো. হারুন অর রশিদ পটুয়াখালী গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। তিনি কুষ্টিয়ার মো. হাবিবুর রহমানের ছেলে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, “সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলায় নিয়োজিত আছে শিক্ষার্থীরা। বেলা সাড়ে ৪টার দিকে পটুয়াখালী থেকে একটি প্রাইভেট কার আসে। সেটি থামানোর পর স্থানীয়দের সন্দেহ হয়। তখন প্রাইভেট কারের পিছনের একটি কালো রংয়ের ব্যাগ পাওয়া যায়।
“ব্যাগের মধ্যে কিছু টাকা পাওয়া যায়। তখন প্রকৌশলীর স্ত্রী বলেন, সেটা তার ব্যক্তিগত টাকা। কিন্তু পরে আরও টাকা বের হয়। সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এলে তাদের কাছে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান পলিন বলেন, “কিছু টাকা পাওয়া গেছে। টাকা সম্পর্কে কোনো সদুত্তর তিনি দিতে পারছে না। পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা জব্দ তালিকা করবে। পরে নিয়মিত মামলা করা হবে।”
প্রকৌশলী হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, তার বাবা গতকাল দুর্ঘটনার শিকার হয়েছেন। তার চিকিৎসার জন্য টাকা নিয়ে কুষ্টিয়া যাচ্ছিলেন তিনি।
টাকার পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, “২০ লাখ টাকার মতো হবে। এ ছাড়া স্ত্রীর কিছু গহনা রয়েছে।”
কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী বলেন, প্রকৌশলীর কাছ থেকে নগদ ৪৪ লাখ টাকা, ১২ হাজার ডলার ও ৫০০ গ্রাম সোনার গহনা পাওয়া গেছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
প্রাইভেট কারে প্রকৌশলী ছাড়াও তার স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, গৃহপরিচারিকা ও চালক রয়েছেন।