Published : 16 Jan 2024, 07:22 PM
পাহাড়ে শান্তিপূর্ণ সহবস্থান ও সুষম বণ্টন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
মঙ্গলবার বিকাল ৫টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনায় তিনি এ কথা বলেন।
পার্বত্য জেলা পরিষদগুলোকে অধিকতর ক্ষমতায়ন করা হবে মন্তব্য করে প্রতিমন্ত্রী আরও বলেন, “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সুফল যাতে প্রত্যেকটি পার্বত্যবাসী ভোগ করতে পারে সে ব্যাপারে কাজ করব।”
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে যোগদানের পর প্রথমবারের মত নির্বাচনি এলাকা খাগড়াছড়িতে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে আসেন কুজেন্দ্র লাল ত্রিপুরা।
দুপুরে খাগড়াছড়িতে প্রতিমন্ত্রীকে খাগড়াছড়ির প্রবেশদ্বার সোনাইপুল বাজারে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা, রামগড় পৌর মেয়র রফিকুল ইসলাম কামালসহ দলীয় নেতাকর্মী ও সোনাইপুল বাজারের ব্যবসায়ীরা।