Published : 26 May 2025, 01:25 PM
যশোর প্রধান ডাকঘর থেকে এক নৈশপ্রহরী মৃতদেহ উদ্ধার করা হয়েছে; যার গলায় ব্যান্ডেজের (গজ) কাপড় প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সকালে শহরের প্রধান ডাকঘরের পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান যশোর কোতোয়ালি থানার এসআই ইমরানুর রহমান।
নিহত রবিউল ইসলাম (৪৫) মাগুরার মোহাম্মদপুর উপজেলার ধুয়াইল গ্রামের আলী আকবরের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টায় ডাকঘরের পাশে নির্মাণাধীন একটি ভবনের বিশ্রাম কক্ষে রবিউলের লাশ পড়ে থাকতে দেখেন তার সহকর্মী দাউদ হোসেন। পরে থানায় খবর দেওয়া হয়।
যশোরের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল কার্যালয়ের সুপার মনিরুল আল নূর সাংবাদিকদের বলেন, রাতে রবিউল নিয়মিত ডিউটি করেন। পাশে নির্মাণাধীন একটি ভবন রয়েছে। সকালে ওই ভবনের নিচতলার একটি কক্ষে রবিউলের লাশ পড়ে থাকতে দেখেন সহকর্মীরা।
এসআই ইমরানুর রহমান বলেন, লাশের গলায় ব্যান্ডেজের কাপড় দিয়ে তৈরি করা রশি প্যাঁচানো ছিল। তবে রশির অপর অংশ ছাদে বৈদ্যুতিক ফ্যানের লোহার অ্যাঙ্গেলের সঙ্গে অর্ধেক ঝুলানো ছিল। তার গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে।
ময়নাতদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।