Published : 19 Feb 2025, 07:41 PM
কুষ্টিয়া কুমারখালীতে বালু ঘাটের টোল বক্সে সশস্ত্র হামলা চালিয়েছে একদল মুখোশধারী। তারা ম্যানেজারকে গুলি করে প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার কয়া ইউয়িনের গড়াই নদীর সৈয়দ মাছুদ রুমী সেতুর পূর্বাংশ সংলগ্ন টোলঘরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুমারখালী থানার ওসি সোলাইমান হোসেন।
এ সময় পায়ে গুলিবিদ্ধ হয়েছেন টোল বক্সের ম্যানেজার সবুজ হোসেন (৩৫)। সবুজ কুষ্টিয়া সদর উপজেলার জগতি এলাকার শহিদুলের ছেলে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টোলঘরের অপর সদস্য রাকিবুল ইসলাম বলেন, “গভীর রাতে চার-পাঁচটা মোটরসাইকেল নিয়ে ১০-১২ জনের একটি দল বালু ঘাটে এসে শ্রমিকদের মারধর শুরু করে। পরে টোল বক্সের ক্যাশ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে।
“এ সময় শ্রমিকরা বাধা দিলে ম্যানেজার সবুজের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে টাকা ছিনতাই করে নেয়। পরে তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে চলে যায়। ”
রাকিবুল ইসলাম আরও বলেন, “এই দুর্বৃত্তদের কাছে অত্যাধুনিক ভারী আগ্নেয়াস্ত্র ছিল। মুখোশধারী হওয়ায় তাদের কাউকেই চেনা যায়নি।
এ ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১০টা ৫২ মিনিটে উপজেলার কাশেমপুরের দিক থেকে ১১জন মুখোশধারী মোটরসাইকেলে এসে গুলি ছুড়তে ছুড়তে টোল বক্সে প্রবেশ করে। তাদের প্রত্যেকের হাতেই ভারী আগ্নেয়াস্ত্র ছিল। এরপর টোল বক্সের সামনে অবস্থিত শ্রমিকদের ও ম্যানেজার সবুজকে মারধর করতে দেখা যায়।
নাম প্রকাশ না করার শর্তে ঠিকাদারের একজন পার্টনার বলেন, ডাকাতরা রাতে ক্যাশ থেকে প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। সিসিটিভির ফুটেজ রয়েছে, পুলিশ চাইলে খুব সহজেই জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারে।
এছাড়া ফুটেজে তাদের হাতে যেসব আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে সেসবের অধিকাংশই থানা থেকে লুট হওয়া বা খোয়া যাওয়া অস্ত্র বলে ধারনা করা হচ্ছে বলে জানান তিনি।
হাসপাতালে চিকিৎসাধীন সবুজ বলেন, “সবার মুখ বাধা ছিল। তারা এসেই মারধর শুরু করে। পরে আমার পায়ের পাতায় গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে যায়।”
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাপাউবো কুষ্টিয়ার রাজস্ব বিভাগের আমিনুল ইসলাম বলেন, “২০২৪ সালের জুন মাসে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র গড়াই খনন থেকে উত্তোলিত বালি অপসারণের জন্য দরপত্র আহ্বান করা হয়। পরে প্রায় সাড়ে ৫ কোটি টাকার বিনিময়ে মেসার্স প্রিয়াংকা ব্রিকস নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি ২০২৫ সালের জানুয়ারি থেকে এ কাজ শুরু করে।”
ওসি সোলাইমান হোসেন বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা টোলঘরে আদায়কৃত টাকা ছিনতাই করতেই এসেছিল।
তবে এখন পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি এবং এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করেনি বলেও জানান ওসি।