Published : 27 Feb 2025, 08:44 PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বৃহস্পতিবার আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে ‘জুলাই বিপ্লব ও তথ্য প্রযুক্তি’ এবং ‘জুলাই বিপ্লবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ বিষয়ক দুটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। উৎসবে অনলাইন ভিত্তিক কুইজ এবং একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এনডিসি শীষ হায়দার চৌধুরী।
তিনি বলেন, তারুণ্য উৎসবের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের পক্ষে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তরুণরাই সবকিছুর চালিকাশক্তি। উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং চব্বিশের জুলাই বিপ্লবে এটা প্রমাণিত। তারুণ্য উৎসবের কেন্দ্রীয় অনুষ্ঠান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে করার কারণ হলো জুলাই বিপ্লবের অন্যতম স্থান ছিল কুমিল্লা। এ ছাড়া এই এলাকায় একসঙ্গে অনেক ভালো শিক্ষা-প্রতিষ্ঠান রয়েছে।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুমাইয়া আফরিন সানি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল হাসানের সঞ্চালনায় উৎসবে আরও বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে মহাপরিচালক (অতিরিক্ত) মোহাম্মদ আনোয়ার উদ্দিন, পেনিনসুলা কনসোর্টিয়ামের নির্বাহী পরিচালক এম এ এন শাহীন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক মাসুদা কামাল, উৎসবের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ সোলায়মান।