Published : 16 May 2024, 05:02 PM
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক বাজারে আগুন লেগে ২০টি দোকান পুড়ে গেছে; এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার তুষভাণ্ডার বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে বলে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু তাহের জানান।
ইনচার্জ আবু তাহের বলেন, তুষভাণ্ডারে পাশা মার্কেটে দুপুরে স্থায়ী পল্লী চিকিৎসক সবুজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয় কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও পরে আদিতমারী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
“ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা না গেলেও এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”
এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
স্থানীয় সংসদ সদস্য ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন।
তুষভাণ্ডার বাজার বণিক সমিতির সভাপতি আবু তালেব মিলু বলেন, পল্লী চিকিৎসকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্য বাজারের ছোটবড় ২০টি দোকান পুড়ে যায়।