Published : 01 Oct 2024, 04:28 PM
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একটি স্কুলের নৈশ প্রহরীকে সন্ত্রাসীরা খুন করেছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার ভোররাতে উপজেলার জাটিয়া উচ্চ বিদ্যালয়ে কর্মরত অবস্থায় তাকে খুন করা হয় বলে ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান জানান।
নিহত আরমান হোসেন স্থানীয় লোকমান হোসেনের ছেলে। তিনি ২০২১ সালের ১২ ডিসেম্বর জাটিয়া উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী হিসাবে যোগ দেন।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি ওবায়দুর বলেন, “প্রতিদিনের মত নিরাপত্তার দায়িত্বে ছিলেন আরমান। ভোরের দিকে সন্ত্রাসীদের হামলায় তিনি গুরুতর আহত হন।
“পরে স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে আহত অবস্থায় আরমানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।”
নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেছেন, “তবে কেন বা কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।”
এ ঘটনার তদন্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।