Published : 08 Dec 2022, 07:29 PM
অনলাইনে জুয়া খেলে হুন্ডির মাধ্যমে বিদেশে টাকা পাচারের অভিযোগে গাজীপুরে নয় জনকে আটক করেছে পুলিশ।
বুধবার সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি জানান।
গ্রেপ্তারা হলেন শরীয়তপুরের জাজিরা বড়কান্দি গ্রামের নাসির মৃধা (৩০), ময়মনসিংহের ফুলবাড়ীয়ার গৌরীপুর গ্রামের মারুফ হাসান (২৪), ভালুকজান গ্রামের জাহিদুল ইসলাম ওরফে রসুল (২২), গৌরীপুর গ্রামের আশিকুর রহমান @ আশিক (২৭), চৌদার গ্রামের কাউসার হোসেন (২৩), বড়ুকা গ্রামের রুবেল হোসেন (২৫), কয়ারচালা গ্রামের আশিকুল হক (২৫), ভালুকজান গ্রামের আকরাম হোসেন @ রিপন (২৬) এবং গৌরিপুর পৌরসভার মুরাদ হোসেন (২৫)।
রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের বরাতে কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানান, গাজীপুরে মহানগরের (জিএমপি) সদর থানা পুলিশ জুয়াড়িদের হোতা নাসিরকে গ্রেপ্তার করে। তার ব্যবহৃত মোবাইলের মেসেঞ্জার, হোয়টাস অ্যাপ চ্যাটিং ও এমএফএস (বিকাশ/নগদ/রকেট) যাচাই করে প্রায় ৭০ জন ব্যবহারকারীর কাছ থেকে দৈনিক লক্ষাধিক টাকা সংগ্রহ করে তার ঊর্ধ্বতন সুপার এজেন্টের কাছে প্রদান করে।
এক মাসে প্রায় ৩ হাজার কোটি টাকার অধিক লেনদেন হয়েছে; যা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হচ্ছে বলে নজরুল জানান।
তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এবং সিআইডি মানি লন্ডারিং আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও নজরুল জানান।