Published : 08 Oct 2023, 09:50 PM
নরসিংদী পৌর এলাকার বীরপুরে জনবসতিপূর্ণ এলাকা থেকে পোল্ট্রি খামার সরিয়ে নিতে তিন দিনের সময় বেঁধে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকালে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, মুরগির বিষ্ঠা থেকে প্রকট দুর্গন্ধ ছড়ানো, মানুষের দুর্ভোগসহ নানা কারণে ‘আরিয়ান পোল্ট্রি ফার্ম’ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান কাউছার।
তিনি আরও বলেন, “দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ৭ অগাস্ট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন এলাকাবাসী। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এমন স্থানে পোল্ট্রি খামার থাকার কোনো সুযোগ নেই।”
এর আগে ১২ জুন পরিবেশ অধিদপ্তরে আরেকটি অভিযোগ দিয়েছিলেন এলাকাবাসী। এর পরিপ্রেক্ষিতে ১০ সেপ্টেম্বর আরিয়ান পোল্ট্রি ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।
এ ছাড়া ১৩ সেপ্টেম্বর এলাকাবাসীর অভিযোগ পেয়ে সালিশ আদালতে এক মাসের মধ্যে খামারটি সরিয়ে নেওয়ার রায় দিয়েছিলেন নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু।
রোববারের অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মনসুর আহমেদ, পরিদর্শক সমর দাস উপস্থিত ছিলেন।