Published : 04 Mar 2025, 08:55 PM
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি কুড়ালের মালিকানা নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার রাত ১১টার দিকে উপজেলা চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী আউড়ামাঠ গ্রামে এ ঘটনা ঘটে বলে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক জানান।
আহতদের মধ্যে মো. শফিক মাতুব্বর (৫০), মো. সরোয়ার মাতুব্বর (৬০), মো. আইয়ুব মাতুব্বর (৫৬), মাসুদ মাতুব্বর (৪৩), রাব্বি মাতুব্বর (২৪), জিহাদ মাতুব্বর (১৯), নার্গিস বেগম (৩০), মরিয়ম বেগম (৩১), সিদ্দিক শেখ (৫৪), মো. সোহেল (২৪) ও শুকুর আলীকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযোগের বরাতে পুলিশ ও এলাকাবাসী জানায়, পূর্বসদরদী আউড়ামাঠ গ্রামের বাসিন্দা সুমন এবং তার ফুফাত ভাই রাব্বি কয়েক মাস আগে ভাগে একটি কুড়াল কেনেন। সোমবার রাতে সুমন তার ফুফাতো ভাই রাব্বির কাছে কুড়ালটি চান। কিন্তু রাব্বি কুড়াল দিতে অপারগতা প্রকাশ করেন এবং সেটি তার নিজের বলে দাবি করেন।
এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে গ্রামবাসী দুপক্ষকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। এক পর্যায়ে গ্রামবাসী দুই ভাইয়ের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, “খবর পেয়ে মধ্যরাতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। একটি কুড়াল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে এ ব্যাপারে চেষ্টা করেও দুপক্ষের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।