Published : 05 Jan 2023, 04:27 PM
শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার হওয়া প্রায় ২১ কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় শাড়ি জব্দের খবর জানিয়েছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার দুপুরে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজে এক প্রেস ব্রিফিং এ লেফটেন্যান্ট এম মমিনুল ইসলাম জানান, সোমবার ভোর ৫টার দিকে সদর উপজেলার তুলাতলি মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
এর মধ্যে ১৭ হাজার ভারতীয় শাড়ি ও ৮২৪টি থ্রি-পিসসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজারমূল্য ২১ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে বলা হয়, গোপন সংবাদে কোস্টগার্ডের সদস্যরা মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় একটি ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তারা বোটটি থামার জন্য সংকেত দেয়। তখন বোট চালক ও পাচারকারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চর বৈরাগী এলাকায় বোটটি রেখে পালিয়ে যায়।
এ সময় কোস্টগার্ড চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
এ ঘটনায় চারজনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় শুল্ক ফাঁকি দিয়ে বিদেশী মালামাল পাচার আইনে একটি মামলা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে এর আগেও পাচার আইনে একাধিক মামলা রয়েছে। তারা বগুড়া ও সাতক্ষীরা এলাকার বাসিন্দা বলে জানান মমিনুল ইসলাম।
তিনি বলেন, জব্দ করা মালামাল ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।