Published : 24 Jan 2025, 04:27 PM
পিরোজপুরের কাউখালীর দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে ১৯৮ কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার কাউখালী উপজেলা ভূমি অফিসের সরকারি কমিশনার (এসি ল্যান্ড) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সুদীপ্ত বলেন, শাহাদাত স্টোর থেকে ৫৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন মজুদ করার অপরাধে স্টোরের মালিক শাহাদাতকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া একই এলাকার একটি খোলা জায়গায় মজুদ করা ১৪৪ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
জব্দ করা পলিথিন বিধি মোতাবেক পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে হস্তান্তর করা হবে বলে জানান এসি ল্যান্ডভ
তিনি বলেন, নিষিদ্ধ পলিথিন মজুদ ও বাজারজাতকরণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে আগেও কাউখালী বাজারে মাইকিং করা হয়েছিল।